হাসিনা ও পরিবারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের শুনানি আজ
প্রকাশ: ১১ আগস্ট, ২০২৫

রাজউকের প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দায়েরকৃত পৃথক তিন মামলায় আজ (১১ আগস্ট) সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। এই মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অনেকে আসামি রয়েছেন।
ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই দিন সাক্ষীগ্রহণ করবেন বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাষ্ট্রপক্ষ থেকে বাদীদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে এবং আশা করা হচ্ছে তারা আজ আদালতে উপস্থিত থাকবেন। বাদী হিসেবে রয়েছে দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান।
এর আগে গত ৩১ জুলাই একই আদালত এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছিলেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।
মামলায় মোট আসামি রয়েছেন কয়েক দশক পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাবেক মন্ত্রণালয় সচিব, রাজউকের সাবেক চেয়ারম্যানসহ রাজনৈতিক ব্যক্তিত্বরা। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব সালাউদ্দিনও মামলার আসামি তালিকায় নাম রয়েছে।
দুদক জানায়, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করা হয়েছিল। সব মামলায় বর্তমানে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
আগামীতে মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রসিকিউটর।
আরও পড়ুন