কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিন জন গ্রেফতার
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ, দেশীয় অস্ত্রশস্ত্র ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ফকিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার সূত্রে জানা যায়, ডাকাতদল একটি হলুদ-সবুজ রঙের পিকআপে করে মহাসড়কে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক পুলিশ ফাঁড়ির রাত্রিকালীন টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালানোর চেষ্টা করে। স্থানীয় লোকজনও বাধা দিলে পিকআপটি একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে থেমে যায়। এ সময় পালানোর চেষ্টাকালে তিন ডাকাতকে আটক করে জনতা গণপিটুনি দেয়, পরে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
গ্রেফতারকৃতরা হলো—
বগুড়া জেলার বগুড়া সদর থানার সরলপুর গ্রামের নুরুল হকের ছেলে মোঃ খোকন (৩৩),
নীলফামারী জেলার ডোমার থানার মেলাপাঙ্গা গ্রামের দুলাল হোসেনের ছেলে মোঃ রুবেল (২৫),
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার গোপালনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ সেলিম (৪০)।
এ সময় আরও ৩-৪ জন ডাকাত পালিয়ে যায়। ধৃত আসামীরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। খোকনের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ সাতটি মামলা এবং রুবেলের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও চাঁদাবাজিসহ চারটি মামলা রয়েছে। গণপিটুনিতে আহত আসামিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা (নং-২০, তারিখ-১১/০৯/২০২৫ খ্রি., ধারা-৩৯৯/৪০২ দণ্ডবিধি) রুজু হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে— রেজিস্ট্রেশনবিহীন একটি হলুদ-সবুজ রঙের DONGFENG পিকআপ, ২৪ ইঞ্চি লম্বা একটি কাটার, তিন ফুট তিন ইঞ্চি লম্বা এক্সেল রড, ১৮ ইঞ্চি লম্বা লোহার পাইপ, ২ ফুট ৫ ইঞ্চি লম্বা চার কোণা এসএস পাইপ, ধারালো ছুরি, দেড় ইঞ্চি মোটা রড, একটি মাঝারি হাতুড়ি, দুটি স্ক্রু ড্রাইভার, একটি প্লায়ার্স, দুটি কাঁচি এবং প্রায় ৩০ ফুট লম্বা প্লাস্টিকের রশি।
আরও পড়ুন