Advertisement

খসড়া তালিকায় ভোটার ১২ কোটি ৬১ লাখের বেশি:ইসি

দৈনিক সংগ্রাম

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

24obnd

খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।

রোববার (১০ আগস্ট) সকাল থেকে সারাদেশের উপজেলা নির্বাচন কার্যালয়ে এই তালিকা প্রকাশ করা হয়। বেলা ১২টায় নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যটি জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, আগামী ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর মধ্যে যদি কারও তথ্যের ভুল বা ত্রুটি পাওয়া যায়, তা সংশোধনের সুযোগ থাকবে।

সম্পূরক খসড়া তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার, আর মৃত ভোটার হিসেবে তালিকা থেকে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।

এর আগে সর্বশেষ চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

আরও পড়ুন

Lading . . .