Advertisement

জাবিতে হল কমিটিকে কেন্দ্র করে ছাত্রদলের দু'পক্ষের উত্তেজনা

দৈনিক সংগ্রাম

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

24obnd

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হল কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দু'পক্ষের মধ্যে তুমুল উত্তেজনার বিরাজ করছে।

রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সহ-সভাপতি আবু ইয়াহিয়া আফসান ক্যাফেটেরিয়ায় আটকে পড়ে।

সরেজমিনে দেখা যায়, ক্যাফেটেরিয়ায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা ধীরে ধীরে ধাক্কাধাক্কি ও উত্তেজনায় রূপ নেয়। পরিস্থিতি ঘিরে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি হয়।

এসময় 'বাবর-অনিকের কমিটি মানিনা, মানব না', 'ছাত্রলীগের কমিটি মানিনা, মানব না', 'বাবরের দুই গালে, জুতা মারো তালে তালে' প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.কে.এম রাশেদুল আলম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে সকলকে শান্ত থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৭টি হলে কমিটি দেয় ছাত্রদল। কমিটিতে সাবেক ছাত্রলীগকর্মী ও বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিতদের পদায়ন এবং ত্যাগীকর্মীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। কমিটির ঘোষণার দিন রাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে পদবঞ্চিতরা।

এ ঘটনাকে কেন্দ্র করে কমিটি ঘোষণার পর থেকে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি জাবি ছাত্রদলের শীর্ষ নেতারা।

আরও পড়ুন

Lading . . .