তিন দল পালটে ৪ বার এমপি রুস্তম আলী এবার ইসলামী আন্দোলনে
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

সব জল্পনার-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মনোনয়ন চূড়ান্ত করে এবার চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ-সদস্য ডা. রুস্তম আলী ফরাজি।
শনিবার তিনি দলটিতে যোগ দিলে তাকে পিরোজপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী ঘোষণা করা হয়।
তিনি এ আসনে তিনটি দল থেকে চারবার এমপি নির্বাচিত হয়েছিলেন। একবার করে নির্বাচিত হন বিএনপি, জাতীয় পার্টি, মহাজোট এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে। সর্বশেষ গত বছর ৭ জানুয়ারি আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।
জানা গেছে, ডা. ফরাজি ১৩টি বাসে তার অনুসারী নিয়ে শনিবার চরমোনাই দরবারে গিয়ে পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করে ওই দলে যোগ দেন। অনুষ্ঠানে মুফতি রেজাউল তাকে পিরোজপুর-৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণা দেন।
ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও পীরের ভাই মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের জানান, ডা. ফরাজি ২০১৭ সালে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছিলেন। পরে তিনি বিতর্কিত নির্বাচনে অংশ নিলে তার সদস্য পদ স্থগিত করা হয়।