Advertisement

নতুন করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী

যুগান্তর

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীসহ নেতারা। ছবি: যুগান্তর
নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীসহ নেতারা। ছবি: যুগান্তর

স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানী শুভ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। আজকে দেখছি একটা গোষ্ঠী নতুন করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তালবাহানা করছে। নানান ধরনের কথাবার্তা বলছে।

তিনি বলেন, বিশেষ করে এই গোষ্ঠীটি যারা বাংলাদেশের মানুষের কাছে বেহেস্তের টিকেট বিক্রি করে থাকেন। তাদের নাম বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সবাই তাদের চেনেন ও জানেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি খুলে নানা ধরনের মিথ্যা অপপ্রাচার চালাচ্ছেন। বিএনপিকে হেয় করার জন্য নানা পরিকল্পনা হাতে নিয়েছেন।

ভোলায় শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে দলের সাংগঠনিক সফর হিসেবে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসএম জিলানী এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির প্রাণপুরুষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রচারণায় মাঠে কাজ করবে স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের নেতাকর্মীরা।

নির্বাচনের প্রাসঙ্গিকতা বিষয়ে বলেন, জনগণের অধিকার বাস্তবায়নের জন্য বিএনপি একটি নির্বাচনমুখি দল। প্রধান উপদেষ্টার ৫ আগস্টের বক্তব্য অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেরুয়ারি মাসের প্রথমার্ধ্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিএনপি আগে থেকে যে দাবি জানিয়ে আসছিল।

জিলানী বলেন, এটি বাংলাদেশের মানুষের কাঙিক্ষত নির্বাচন। আমার সংবিধান আমাকে স্বীকৃতি দিয়েছে, রাষ্ট্রের মালিক জনগণ। এটি তখনই স্বীকৃত হয়, যখন রাষ্ট্রের জনগণ নিজের ভোটটি তার পছন্দের প্রার্থীকে দিতে পারেন। ১৭ বছর ফ্যাসিবাদি সরকারের আমলে মানুষে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। রাষ্ট্রের মালিকানা থেকে এদেশের মানুষকে বঞ্চিত করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করেছে একটি ফ্যাসিবাদি সরকার।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন-কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি নেছার আহমেদ, যুগ্মসম্পাদক কাজী মোক্তার হোসেন, যুগ্মসম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হিরা, সহ দফতর সম্পাদক ওসমান গনি, কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিবুল ইসলাম চৌধুরী।

মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের তৃণমূলের নেতাকর্মীরা অংশ নেন।

Lading . . .