রাঙ্গাবালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের মোল্লার বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের হাতে দুই প্যাকেট করে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ।
এসময় পুরোপুরি পুড়ে যাওয়া পাঁচটি দোকানের মালিক, আংশিক ক্ষতিগ্রস্ত দুইটি দোকানের মালিক এবং আগুনে পুড়ে যাওয়া অটোরিকশার মালিককে খাদ্যসামগ্রী দেওয়া হয়।
পরিদর্শনকালে ইউএনও’র সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত চন্দ্র দেবনাথ, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন এবং ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল পাশা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত চন্দ্র দেবনাথ বলেন, ‘ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষয়ক্ষতির তথ্য নেয়া হয়েছে। আমরা এই তথ্য জেলায় প্রেরণ করবো।’
উল্লেখ্য, শুক্রবার রাত ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে কয়েকটি দোকান পুড়ে যায়।
আরও পড়ুন