যুগান্তর
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫
-68b2e4a62477b.jpg)
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালীতে যুবলীগ নেতা জামাল প্যাদাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমন্ডল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করে রাঙ্গাবালী থানায় পাঠান।
রাঙ্গাবালী থানার ওসি শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য আইন-১৯০৮ এ চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি রাঙ্গাবালী থানায় করা ১৪ নম্বর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন