Advertisement

অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া ‘জিনের বাদশা’ গ্রেফতার

যুগান্তর

প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

জিনের বাদশাহ সেজে মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে মো. কামালউদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮-এর সদস্যরা।

সোমবার রাত ৮টার দিকে বোরহানউদ্দিন পৌরসভার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় শহিদুলের চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আটক কামালউদ্দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের মুসা মীরের ছেলে।

মো. কামালউদ্দিনকে (৪৭) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮-এর ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি।

তিনি যুগান্তরকে জানান, প্রতারক মোহাম্মদ কামাল উদ্দিন মীরসহ কতিপয় প্রতারক জিনের বাদশাহ সেজে প্রতারণা করার উদ্দেশ্যে ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে অনলাইনে বিভিন্ন সমস্যা সমাধানের বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছিলেন।

সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি থানার মো. দিদারুল আলম (৪০) অনলাইনে বিজ্ঞাপন দেখে তাদের দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করেন। তিনি তার ব্যক্তিগত সমস্যার কথা বললে প্রতারকরা বিভিন্ন কৌশলে তার সমস্যা সমাধানের আশ্বাস দেন। এর জন্য গত ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশে ৫৩ লাখ ৫ হাজার টাকাও হাতিয়ে নেন।

দিদারুল প্রতারণার বিষয়টি বুঝতে পেরে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার পাওয়ার আবেদন করেন। পরে আদালতের নির্দেশে ফটিকছড়ি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয় প্রতারকদের বিরুদ্ধে।

লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা সোমবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে প্রতারক কামালউদ্দিনকে গ্রেফতার করি। অন্য প্রতারকদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

Lading . . .