Advertisement

জামায়াত নেতার বাসায় চুরি

কালবেলা

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

কক্ষ তছনছ করে প্রয়োজনীয় কাগজপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। ছবি : কালবেলা
কক্ষ তছনছ করে প্রয়োজনীয় কাগজপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। ছবি : কালবেলা

বরগুনার বেতাগী উপজেলার জামায়াত সেক্রেটারি শাহাদাত হোসেন মুন্নার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সন্ধ্যার পর জামায়াত নেতা শাহাদাত হোসেন মুন্না ও তার পরিবারের কেউ বাসায় ছিলেন না। এ সুযোগে চোরচক্র বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর আলমারি ও অন্যান্য কক্ষ তছনছ করে প্রয়োজনীয় কাগজপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। মুহূর্তের মধ্যেই তারা ঘটনাস্থল ত্যাগ করে। চুরি এ ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

খবর পেয়ে বেতাগী প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মো. কামাল হোসেন খান, সিনিয়র সাংবাদিক ও কালের কণ্ঠ প্রতিনিধি স্বপন কুমার ঢালী, সমকালের উপজেলা প্রতিনিধি সালাম সিদ্দিকী, উপজেলা ইত্তেফাকের প্রতিনিধি মজনু, সাংবাদিক নেছার খান, সাংবাদিক ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রেস ক্লাব সভাপতি আলহাজ কামাল হোসেন খান বলেন, এমন দুর্ধর্ষ চুরির বেতাগীতে খুবই বিরল ঘটনা। এত অল্প সময়ে এ ধরনের ঘটনা সংঘটিত হওয়ায় প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশাসনের দ্রুত তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাই।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি ব্যস্ত বাজারসংলগ্ন এলাকায় অল্প সময়ের ব্যবধানে চুরি সংঘটিত হওয়া নিঃসন্দেহে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নির্দেশ করে। অপরাধীরা দ্রুত গ্রেপ্তার না হলে এলাকায় আরও বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে।

বেতাগী থানার ওসি মনিরুজ্জামান মনির কালবেলাকে বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে থানার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খানসহ একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ চলছে। এ ব্যাপারে থানায় মামলা হবে।

Lading . . .