সৈকতে ভেসে এলো লাল কম্বল মোড়ানো অজ্ঞাত মরদেহ
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকায় ভেসে আসা অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, সকালে আমরা সমুদ্রপাড়ে ঘুরতে গিয়ে মরদেহটি দেখতে পাই। পরে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই।
আরেকজন প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, দূর থেকে লাল কম্বল মোড়ানো কিছু ভেসে আসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি এটি একটি মরদেহ। বিষয়টি ভয়াবহ মনে হওয়ায় আমরা আর কাউকে হাত না দিয়ে পুলিশকে খবর দিই।
খবর পেয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গঙ্গামতির সূর্যোদয় পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটির গায়ে একটি লাল কম্বল মোড়ানো ছিল।
এ বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।