Advertisement

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

যুগান্তর

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

24obnd

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজের ৪ ঘণ্টা পর খুলনার মিয়া সামাদ সিদ্দিকীর (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে তার লাশ পাওয়া গেছে। সাঁতার না জানায় সামাদ সাগরে তলিয়ে যায়।

বেলা ১১টার দিকে মিয়া সামাদ নিখোঁজের পরপরই সৈকতের ফটোগ্রাফার ও ফায়ার সার্ভিসের পাশপাশি নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উদ্ধার অভিযানে নামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ৫-৬ জন একসঙ্গে গোসল করতে নামলে সে তলিয়ে যায়।

সামাদ খুলনা থেকে আসা সাতজনের পর্যটক দলের একজন। তারা কুয়াকাটায় এসে একটি আবাসিক হোটেলে ওঠে। সকালে তারা সৈকতে গোসলে নামলে সাঁতার না জানায় সামাদ সাগরে তলিয়ে যায় বলে তার সঙ্গীরা জানিয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী হারুন বলেন, ছেলেটি পানিতে হাত উঁচিয়ে সাহায্য চাইছিল, আমরা দৌড়ে এগোনোর আগেই সে তলিয়ে যায়।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান চালানো হয়। এরপর সাড়ে তিন ঘণ্টার মধ্যে তার লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিখোঁজ সামাদের সঙ্গী সেলিম রেজা বলেন, আমরা একসঙ্গে ঘুরতে এসে এভাবে একজনকে হারিয়ে ফেলব ভাবিনি।

এদিকে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Lading . . .