সামুদ্রিক মাছের উৎপাদন বাড়ার উপায় জানালেন মৎস্য অধিদপ্তরের ডিজি
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

অবৈধ ট্রলবোট দ্বারা মাছ ধরা বন্ধ হলে সামুদ্রিক মাছের উৎপাদন বাড়বে এবং সামুদ্রিক অর্থনৈতিক সুনীল সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. আবদুর রউফ।
শনিবার (৯ আগস্ট) দুপুরে পটুয়াখালীর মহিপুরে অবৈধ ট্রলবোটের সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ ও সামুদ্রিক মৎস্যসম্পদ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
জেলা মৎস্য অধিদপ্তর এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে মহিপুর বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ ট্রলবোট বন্ধ করতেই হবে। নয়তো মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাবে। ফলে হাজারো ছেলে বেকার হয়ে পড়বে। কোটি কোটি টাকা রাজস্ব হারাবে সরকার।
বরিশাল মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলফাজ উদ্দীন শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ড. আবু নাইম মুহাম্মদ আবদুর ছবুর, বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোন জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, পটুয়াখালী স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক ও মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জেলে ও গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভা শেষে ডিজি ড. মো. আবদুর রউফ অবৈধ ট্রলবোটের জমা দেওয়া বিভিন্ন সরঞ্জামাদি পরিদর্শন করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।