Advertisement

ঘরের পাশে জালে আটকা ৪ ফুট বিষধর পদ্মগোখরো

যুগান্তর

প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫

24obnd

পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় ৪ ফুট লম্বা একটি বিষধর পদ্মগোখরো সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরের দিকে পৌরসভার হোসেনপাড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করে অবমুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দা আবু হাসান মিলনের বাড়ির আঙিনায় জালে সাপটি আটকা পড়ে। বিষয়টি দেখতে পেয়ে তিনি ‘অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালীর' সদস্যদের খবর দেন। পরে সংগঠনটির রেসকিউ টিম, স্থানীয় পরিবেশকর্মী, পৌরসভার কর্মী ও বন বিভাগ যৌথভাবে সাপটি উদ্ধার করে প্রকৃতিতে ফিরিয়ে দেয়।

অ্যানিম্যাল লাভারস অব পটুয়াখালীর রেসকিউ অ্যান্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা জানান, পদ্মগোখরো বা Naja kaouthia দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়ার একটি বিষধর সাপ, যা ইংরেজিতে monocled cobra নামে পরিচিত। খবর পেয়ে তারা প্রশিক্ষিত টিম নিয়ে সাপটি নিরাপদে উদ্ধার ও অবমুক্ত করেছেন।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) কুয়াকাটার সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, জালে আটকা পড়ার পর সাপটি দেখে স্থানীয়রা ভিড় জমায়। তবে কেউ সাপটির ক্ষতি করেনি। স্থানীয়দের সচেতনতার কারণে সাপটি বাঁচানো সম্ভব হয়েছে। পরে বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত করা হয়েছে।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান জানান, পদ্মগোখরো দেশের অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ হলেও সাধারণত মানুষের উপস্থিতি এড়িয়ে চলে। অনেকেই অজ্ঞতার কারণে সাপ মেরে ফেলেন, যা পরিবেশের জন্য ক্ষতিকর। তাই প্রশিক্ষিত টিমের সহায়তায় সাপটি নিরাপদে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Lading . . .