Advertisement

বাজারে গিয়ে বললেন সাপে কেটেছে, মাটিতে লুটিয়ে পড়ে মারা গেলেন কৃষক

যুগান্তর

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

বরিশালের বাবুগঞ্জে ধানখেতের আইলে ঘাস কাটার সময় সাপে কামড় দেয় আব্দুল মালেক হাওলাদারকে। বিষয়টি অবহেলা করে তিনি বাজারে গিয়ে বলেন- ‘আমাকে সাপে কেটেছে’। কিছুক্ষণ পরেই মাটিতে লুটিয়ে পড়ে মারা যান তিনি।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কেদারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের এমপি হাটসংলগ্ন এলাকায় ধানখেতের ঘাস কাটার সময় তাকে সাপে কামড় দেয়।

আব্দুল মালেক হাওলাদার (৭০) ওই এলাকার মৃত আজিজ হাওলাদারের পুত্র। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মুসা আলী ঘটনার সততা নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মতো দুপুরে খাবার শেষ করে বিকালের দিকে গরুর ঘাস কাটার সময় তাকে সাপে কাটে। সাপে কাটার পর তিনি এমপি হাট বাজারে এসে লোকজনকে বলেন- ‘আমাকে সাপে কামড় দিয়েছে’।

ইউপি সদস্য বলেন, সাপে কাটার পরে আব্দুল মালেক হাওলাদার নিজের গাফিলতির কারণে ও ক্ষতস্থানের উপরে প্রাথমিক অবস্থায় কাপড় বেঁধে না দেওয়ার কিছুক্ষণ পরে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে ভর্তি করার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। চিকিৎসা দেওয়া সত্ত্বেও আব্দুল মালেক হাওলাদার সন্ধ্যার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন

Lading . . .