দুর্গাসাগর থেকে তিন প্রেমিক যুগল আটক, অতঃপর
প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫

বরিশালের বাবুগঞ্জে ঐতিহ্যবাহী দুর্গাসাগর মিনি পার্কে অভিযান চালিয়ে তিন প্রেমিক যুগলকে আটক করে প্রশাসন। পরে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপাশা দুর্গাসাগর মিনি পার্কে অভিযান চালান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, বরিশাল বিভাগে কোথাও ভালো কোনো পর্যটন কেন্দ্র নেই। তাই বরিশাল জেলা প্রশাসক ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে দিঘীরপাড়ে বাচ্চাদের জন্য ছোট্ট একটি পার্ক ও চিড়িয়াখানায় স্থাপন করেছেন। এ চিড়িয়াখানায় রয়েছে বেশ কয়েকটি হরিণ, বানর, ময়ূরসহ বেশকিছু জীবজন্তু। আগত পর্যটকদের বিনোদনের জন্য দীঘিতে নৌকার ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ। দীঘিতে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তায় রয়েছে সিসি ক্যামেরাও।
তিনি স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবকের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, পর্যটন কেন্দ্রের পরিবেশ নষ্ট করার মতো কোনো বেহায়াপনা বরদাশত করা হবে না। আজকের অভিযান একটি সতর্কবার্তা। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনায় জেল-জরিমানার আওতায় আনা হবে।
তিনি আরও জানান, পর্যটন কেন্দ্রের সৌন্দর্য ও পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে। অভিযানকালে পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।