ঘরের সামনে পড়েছিল ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

ভোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। নিহতের নাম মো. সাইফুল্লাহ আরিফ। তিনি ভোলা পৌর ৩নং ওয়ার্ডের বাসিন্দা বশির উদ্দিনের ছেলে।
আরিফ (২৯) সদর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। খবর পেয়ে ভোলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
শনিবার (৩০ আগস্ট) ভোরে পৌরসভার ৩নং ওয়ার্ডের মক্কী মসজিদই সংলগ্ন এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহতের বাবা মো. বশির মাস্টার বলেন, গতকাল রাতে সাইফুল্লাহ আরিফ বাড়িতেই ছিল। সকালে ফজরের নামাজ পড়তে বের হলে বসতঘরের সামনে সাইফুল্লাহর রক্তাক্ত মরহেদ পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন।
তিনি জানান, সাইফুল্লাহ আরিফকে ঘর থেকে বের করে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি করেন তিনি।
ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শংকর তালুকদার জানান, নিহতের মরদেহে দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভারী কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে আমরা পুরো বিষয়টি নিশ্চিত হতে পারব।
আরও পড়ুন