প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

বরগুনার আমতলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির চার সক্রিয় ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন।
বুধবার আমতলী উপজেলা বিএনপি কার্যালয়ে নবযোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন আমতলী উপজেলা ছাত্রদলের সভাপতি সোয়েব হেলাল ও সদস্য সচিব ইমরান খান।
এ সময় উপজেলা ও পৌর ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নবযোগদানকারীরা হলেন- নাসিম মাহমুদ, ইমামুল হাসান আসিক, মো. রেদোয়ান মৃধা ও আব্দুল্লাহ আল নোমান।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সভাপতি সোয়েব হেলাল বলেন, নতুন প্রজন্মের ছাত্রনেতাদের যোগদানের মাধ্যমে আমতলীতে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।
সদস্য সচিব ইমরান খান বলেন, ছাত্রদল সবসময় ছাত্রসমাজের অধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে। নবযোগদানকারীরা দলের নীতি-আদর্শ ধারণ করে আমতলী উপজেলা ছাত্রদলকে আরও শক্তিশালী করবেন বলে আমরা বিশ্বাস করি।
নবযোগদানকারী নাসিম মাহমুদ বলেন, এনসিপিতে আমাদের লক্ষ্য পূরণের সুযোগ নেই। অনেক নেতা চাঁদাবাজিসহ অনিয়মে জড়িত। তাই আমরা বৈষম্যবিরোধী আন্দোলন ও এনসিপি ছেড়ে ছাত্রদলে এসেছি।
অন্য ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষার্থীদের অধিকার রক্ষার আন্দোলনকে বেগবান করতে আমরা ছাত্রদলে যোগ দিয়েছি।
অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা নবাগতদের স্বাগত জানান এবং সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।