Advertisement

৮৮ দিনে কোরআন হাফেজ ৭ বছরের ফাহিম

কালবেলা

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

ফাহিম মৃধাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ছবি : কালবেলা
ফাহিম মৃধাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ছবি : কালবেলা

মাত্র ৭ বছর বয়সে সম্পূর্ণ কোরআন মুখস্থ (হিফজ) করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা ফারদুল হক মৃধার ছেলে মোহাম্মদ ফাহিম মৃধা। মাত্র ৮৮ দিনে (২ মাস ২৮ দিন) কোরআনের হাফেজ হয়ে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নবীনগর পৌর এলাকার নারায়নপুর প্রখ্যাত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা’ ফাহিম মৃধাকে আনুষ্ঠানিকভাবে হাফেজ হিসেবে স্বীকৃতি দেয়। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিরা।

হাফেজ ফাহিম মৃধা নবীনগর পৌরসভার নারায়নপুরের বাসিন্দা ফারদুল হক মৃধার ছেলে। ফারদুল হকের দুই ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে সবার ছোট ফাহিম।

মাদ্রাসার শিক্ষকরা জানান, এ অর্জন কেবল তার একক পরিশ্রমের ফসল নয় এটি তার পরিবার, শিক্ষক এবং সমাজের সম্মিলিত প্রয়াসের এক প্রতিচ্ছবি। ৮৮ দিনের কঠোর সাধনা কোরআনের সঙ্গে তার হৃদয়ের যে সম্পর্ক গড়েছে, তা যেন জীবনভর আলোর পথ দেখায়। আমরা দোয়া করি—ফাহিম যেন কোরআনের আলো নিজের জীবনে ধারণ করে একদিন ইসলামী জ্ঞান, নৈতিকতা ও মানবিকতা নিয়ে সমাজে সর্বস্তরের নেতৃত্ব দিতে পারে।

ফাহিম মৃধার বাবা ফারদুল হক মৃধা বলেন, আমার ছোট ছেলে ৮৮ দিনে কোরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করায় আমি মাদ্রাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি। পাশাপাশি সে যেন এ অর্জন ধরে রাখতে পারে সকলের কাছে দোয়া কামনা করছি।

মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ মনির কালবেলাকে জানান, ফাহিম অত্যন্ত বিনয়ী ও মনোযোগী ছাত্র। ধারাবাহিকভাবে নিষ্ঠার সঙ্গে কঠোর অধ্যাবসায়ের ফলে সে মাত্র ৮৮ দিনে কোরআনের হিফজ সম্পন্ন করতে পেরেছে। তার মধ্যে এক ধরনের অলৌকিক সাধনার পরিচয় পাওয়া যায়।

Lading . . .