Advertisement

ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর

যুগান্তর

প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫

শাহ আলম। ছবি: যুগান্তর
শাহ আলম। ছবি: যুগান্তর

চট্টগ্রামের লোহাগাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে শাহ আলম (৫৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘাটিয়াপাড়ার হাসপাতাল রোড়ে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। তিনি আধুনগর খানহাট বাজারের লেপতোষকের ব্যবসা করতেন।

অভিযুক্ত শাহনেওয়াজ লাভলু (৪৩) একই এলাকার মোজাহের আহামদের ছেলে ও নিহতের চাচাতো ভাই।

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহ আলমের চাচাতো ভাই লাভলু রাস্তার পাশে বালির বস্তা দিচ্ছিলেন। শাহ আলম বাজারে আসার পথে বস্তাগুলো আরেকটু সরিয়ে দিতে বলাতে দুজনের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে লাভলুর হাতে থাকা কোদাল দিয়ে শাহ আলমের মাথায় আঘাত করেন। এতে শাহ আলম মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। ময়নাতদন্ত শেষে কারণ জানা যাবে।

Lading . . .