Advertisement

ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চট্টগ্রামে

কালবেলা

প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
চট্টগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপর ৩টার দিকে বিক্ষোভ মিছিলটি নগরীর মুরাদপুর থেকে বের হয়ে দুই নম্বর গেটে শেষ হয়েছে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ আলী।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মুমিনুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন ও মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদসহ অন্যান্য নেতারা।

ছাত্রশিবির কোনো অপকর্মের সাথে জড়িত নয় দাবি করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মুমিনুল হক বলেন, আজ একটি মহল ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। নারীদের হেনস্তা করছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। এখন সেই ষড়যন্ত্র, অপকর্ম, মিথ্যাচার ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, অন্তর্বর্তী সরকার যখন থেকেই ক্ষমতায় বসেছে, তখন থেকেই শিক্ষার্থীদের দাবি ছিল—প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নিশ্চিত করতে হবে। কোনো ছাত্র সংগঠনের মদদ নয় বরং কেন্দ্রীয় ছাত্র সংসদের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। আমরা বলেছিলাম, খুব অল্প সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, যাতে সরকার প্রমাণ করতে পারে এ সরকারের অধীনেই একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব।

মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন, আমাদের বন্ধুপ্রতীম ছাত্রসংগঠন ছাত্রদল আজকে ছাত্রলীগকে পুরো কপি করে তাদের সংগঠন পরিচালনা করছে। আমরা তাদের উদ্দেশে বলতে চাই, সেই অহংকারী দানব ছাত্রলীগকে বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য করেছে ছাত্রসমাজ। একই পথে যদি আপনারা হাঁটতে শুরু করে এই ছাত্রসমাজের কাছে আপনারা চুনোপুঁটি ছাড়া আর কিছুই নয়।

Lading . . .