Advertisement

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা থেকে জামায়াত কর্মীদের বাদ দিতে সংবাদ সম্মেলন

যুগান্তর

প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

ফেনীর মহিপালে একটি হত্যাচেষ্টার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত কর্মীসহ ব্যবসায়ী ও নিরপরাধ সাধারণ মানুষকে জড়ানোর প্রতিবাদসহ মামলার সঠিক তদন্তের দাবি জানিয়েছে ছাগলনাইয়া উপজেলা জামায়াত।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের কৃষি ও অর্থনীতি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব।

এ সময় জেলা জামাতের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আজাদ হোসেন উপস্থিত ছিলেন।

জামায়াত নেতা মুজিবুর রহমান বলেন, এ বছরের ১৭ আগস্ট ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জামাল উদ্দিন গাজী নামে এক ব্যক্তি বাদি হয়ে হত্যা চেষ্টা মামলা করেন। মামলায় ২৬৪ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এ মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে উপজেলা জামায়াতের সাতজন কর্মীকে আসামি করা হয়।

তারা হলেন, শুভপুর জামায়াত কর্মী মকসুদ আহমেদ মুন্না মেম্বার, আবুল হোসেন মনির, ওসমান গনি রানা, শিলুয়ার হানিফ, পশ্চিম পাঠাননগরের রাব্বি, নুর উদ্দিন এবং হরিপুরের জামায়াতের শুভাকাঙ্ক্ষী নজরুল ইসলাম হেলালী।

তিনি বলেন, এ মামলায় অনেক ব্যবসায়ী ও নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। যাদেরকে আমরা চিনি। তারা মহিপালে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন।

তিনি মামলার সঠিক তদন্ত করে জামায়াত কর্মীসহ নিরপরাধ লোকদের মামলা থেকে অব্যাহতি দিতে পুলিশ সুপারসহ তদন্তকারী সংস্থার প্রতি দাবি জানিয়েছেন।

Lading . . .