সেনবাগ বিএনপির দুই নেতাকে অব্যাহতি, দুই নেতা শোকজ
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

নোয়াখালীর সেনবাগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন খন্দকার ও সদস্য দলিলুর রহমানকে বিএনপির দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে নোয়াখালী জেলা বিএনপি।
এছাড়াও উপজেলা বিএনপির আরেক যুগ্ম আহবায়ক আবদুল হান্নান লিটন ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক বাবুলকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে জেলা আহ্বায়ক কমিটির নিকট লিখিতভাবে জবাব দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে জেলা বিএনপি।
নোয়াখালী জেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ স্বাক্ষরিত এক পত্রে ওই অব্যাহতি ও কারণ দর্শানোর আদেশ প্রদান করা হয়।
১০ সেপ্টেম্বর দেওয়া চিঠিতে বলা হয়- নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবর আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের অনুমোদন ক্রমে ওই দুইজনকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার জেলা বিএনপি সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি প্রদান করা। এরপর মঙ্গলবার সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে যথাযথ মূল্যায়ন না করায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান গ্রুপ ও জয়নুল আবদিন ফারুক গ্রুপ পৃথকভাবে ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে সেনবাগ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ থেকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে নানারকম কটাক্ষ করে স্লোগান দেওয়া হয়।
এর আগে সোমবার ফারুক বাবুল তার ফেসবুকে কমিটি নিয়ে জেলা কমিটির বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এই দুই নেতাকে অব্যাহতি ও দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।