যথাযথ সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না: ডা. তাহের
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ-সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, শুধু পিআর পদ্ধতি নয়, যথাযথ সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে। আমরা যদি আগের মতো নির্বাচন করি-তাহলে আবারও আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ তৈরি হবে।
শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তন যদি না হয়, তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাব। আমরা উনার এই বক্তব্যকে সমর্থন করি। এর আগে উনি যে পদক্ষেপ নিয়েছেন-সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা, আমরা এর নিন্দা জানাই। আমরা মনে করি এখনও সংস্কারের অনেক সময় রয়েছে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে এবং সংস্কারের পরেই নির্বাচন।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় এ সময় বক্তব্য দেন-পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম, নায়েবে আমির কাজী এয়াছিন, জয়নাল আবেদীন পাটোয়ারী, ড. সাহাব উদ্দিন, মোশাররফ হোসেন ওপেল।
হিন্দু ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- সন্জিব দাস, বাসু দেবনাথ, লিটন দত্ত, নারায়ণ দাস, কমলেশ মন্ডল, শ্রী শংকর দত্ত। বৌদ্ধদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- ভোবন মাস্টারসহ বিভিন্ন উপজেলা-ইউনিয়ন থেকে আগত ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি।