Advertisement

মসজিদ থেকে কুরআন শরিফ চুরি

যুগান্তর

প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

চট্টগ্রামের হাটহাজারীর মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফকিরহাটের মেখল ফকিরহাট কেন্দ্রীয় জামে মসজিদে কুরআন শরিফ ও ওয়াজিফা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে মসজিদ থেকে ৩০টি কুরআন শরিফ ও ২০টি ওয়াজিফা চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।

মসজিদের ভেতর থেকে কুরআন শরিফ ও ওয়াজিফা চুরির বিষয়টি রাত সাড়ে ৯টার দিকে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন ওই এলাকার স্থানীয় ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর।

এদিকে চুরির বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলছেন, দিনদুপুরে ফকিরহাট বাজারের মতো একটি জনাকীর্ণ এলাকায় কিভাবে এ ধরনের ঘটনা করতে পারে!

এ ব্যাপারে জানতে চাইলে মসজিদ নির্মাণ কমিটির তত্ত্বাবধায়ক ব্যবসায়ী মো. নুরুল আবছার খোকন জানান, দিনদুপুরে অজ্ঞাত এই চোর মসজিদের ভেতরে থাকা ৩০টি কুরআন শরিফ ও ২০টি ওয়াজিফা চুরি করে নিয়ে গেছে; যা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Lading . . .