প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মধ্যে একজন যুবক ও আরেকজন নারী।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের পূর্বসৈয়দ পুর গ্রামের আমিন সওদাগরের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার হয়। এর আগে রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল এলাকার সমুদ্র উপকূল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে কুমিরা নৌ পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নব পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালীউদ্দিন আকবর।
সীতাকুণ্ড মডেল থানার এসআই নূর হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত নারীটি দুই থেকে তিন দিন আগে মারা গেছেন। লাশের পাশে একটি থলে পাওয়া যায়। সেখানে একটি ৫০ টাকার নোট ও ৫ টাকার একটি পয়সা এবং কয়েকটি কাপড় পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত যুবকের মরদেহটিও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।