সীতাকুণ্ডে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫
-68d3dfa1b21a4.jpg)
সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেনহতাশাগ্রস্ত এক যুবক। নিহত মিঠুন দাস (২৮) রাজশাহী জেলার চারঘাট থানার বনকিশোর গ্রামের প্রেমানন্দ দাসের ছেলে।
মঙ্গলবার রাত ৯ টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের মৌলভীপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, ‘এম কে মিঠুন’ নামে নিজস্ব ফেসবুক আইডি থেকে সন্ধ্যা ৭ টার দিকে রেললাইন-সংলগ্ন পাশের একটি মন্দিরের সামনে থেকে লাইভে সংযুক্ত হন তিনি। লাইভে সংযুক্ত মিঠুন একে একে তুলে ধরেন তার হতাশার গল্প।
একদিকে কোম্পানির হারিয়ে ফেলা টাকার জন্য অব্যাহত চাপ, অন্যদিকে নিজের আর্থিক দৈন্য ও পরিবারের নানা টানাপোড়েন।
এসব থেকে উত্তরণের কোনো পথ খুঁজে না পাওয়ার আক্ষেপ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) নিজের অসহায়ত্ব প্রকাশ করে অঝোরে কান্নার পর চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মিঠুন দাস।
সীতাকুণ্ড রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) আশরাফ সিদ্দিকী দৈনিক যুগান্তরকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) লাইভ করার পর মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তিনি।
তারা রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন