Advertisement

অটোরিকশা কিনে না দেওয়ায় যুবকের কাণ্ড

কালবেলা

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

লোহাগাড়া থানা, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত
লোহাগাড়া থানা, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে রিয়াজ উদ্দীন নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৌলানা পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রিয়াজ উদ্দীন মৌলানা পাড়া এলাকার প্রবাসী সাহাব উদ্দীনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রিয়াজ কিছুদিন আগে একটি অটোরিকশা চালাতেন। তবে সেটি বিক্রি করে পাওয়া টাকা শেষ হয়ে গেলে তিনি রাজমিস্ত্রীর কাজ শুরু করেন। সম্প্রতি তিনি মায়ের কাছে একটি নতুন সিএনজি কেনার জন্য অনুরোধ জানিয়ে আসছিলেন এবং না পেলে আত্মহত্যার হুমকিও দেন। মা তাকে আশ্বস্ত করেছিলেন যে, বাবা বিদেশ থেকে ফিরলেই সিএনজি কিনে দেবেন। কিন্তু রিয়াজ অপেক্ষা না করে শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে নিজ ঘরে আত্মহত্যা করেন।

শনিবার ভোরে মা ও বোন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জিয়াউল হুদাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Lading . . .