Advertisement

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে যুবদল নেতার পুকুরে বিষ দেওয়ার অভিযোগ

যুগান্তর

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

24obnd

কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর এলাকায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে এক যুবদল নেতার পুকুরে বিষ দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ আগস্ট) বিষ দিয়ে মাছ নিধনের সময় রাজিব আহাম্মেদ নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আর এ ঘটনায় শনিবার থানায় মামলা করা হয়েছে।

ভুক্তভোগীর যুবদল নেতার নাম ফারুক সরকার। তিনি উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও নলচর গ্রামের রবিউল্লাহ সরকারের ছোট ভাই। আর অভিযুক্তরা হলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন এবং নলচর গ্রামের স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, রামপ্রসাদের চর এলাকায় প্রায় ১০ বিঘা জমিতে মাছ চাষ করেছেন ফারুক। মাছ চাষ নিয়ে মহসিন ও নজরুলের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে মহসিন ও নজরুল তাদের অনুসারী রবিউল, লিয়ন, তুহিনসহ ৮ থেকে ১০ জনকে পাঠিয়ে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের চেষ্টা চালায়। পরে পাহারাদাররা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের ডেকে আনেন এবং রাজিব নামে এক যুবককে হাতেনাতে আটক করে।

পুলিশ বলছে, রাজিব নিজের জবানবন্দিতে মহসিন ও নজরুলের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।

ভুক্তভোগী ফারুক বলেন, দীর্ঘদিন ধরে মহসিন ও নজরুলের লোকজন আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা না দেওয়ায় আমার পুকুরে বিষ দিয়ে মাছ মারার চেষ্টা করছিল। পরে পাহারাদার ও স্থানীয়রা রাজিব নামে একজনকে ধরে ফেলেন।

মেঘনা থানার ওসি আব্দুল জলিল বলেন, যুবদল নেতার পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় মামলা হয়েছে। আটক রাজিবকে শনিবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। জড়িত অন্যদের আইনের আওতায় আনা হবে।

Lading . . .