প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

চট্টগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় বাবা ও দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। তারা হলেন-নুর মোহাম্মদ এবং তার ছেলে আবদুল কাদের ও ফজল কাদের। রোববার সকালে কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের দইয়ার ভাণ্ডার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবদুল নবীর পরিবারের সঙ্গে নুর মোহাম্মদের বিরোধ চলছে। রোববার সকালে বাড়ির পাশে পরিত্যক্ত ডোবায় বড়শি দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে নুরের সঙ্গে নবীর ছেলে দিদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দিদারসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে ঢুকে নুর ও তার দুই ছেলেকে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বাবা ও এক ছেলেকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে। বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।