প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকার ঘুঙুর নদীতে জাল ফেলেন এক জেলে। পরে জাল টানলে উঠে আসে একটি মর্টার শেল সদৃশ বস্তু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
রোববার (১৭ আগস্ট) দুপুরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট মর্টার শেলটি উদ্ধার করেন।
পরে প্রয়োজনীয় কাজ শেষে ক্যাপ্টেন কেএম তামীম রহমান ও ক্যাপ্টেন মুসতাহসিনা মোকাদ্দেস হৃদির নেতৃত্বে নিরাপদ স্থানে মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়।
এ সময় নিরাপত্তার স্বার্থে এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে গত ১২ আগস্ট সকালে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকার জেলে কামাল হোসেনের বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করেছিল ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট সকালে স্থানীয় জেলে কামাল হোসেন ও তার সহযোগীরা বাড়ির পাশের ঘুঙুর নদীতে মাছ ধরতে যান। এ সময় তাদের জালে উঠে আসে একটি মর্টার শেল সদৃশ বস্তু। এ সময় তারা বিষয়টি ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এটি উদ্ধার করে। পরে পুলিশ বিষয়টি সেনাবাহিনীকে জানায়।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া কালবেলাকে বলেন, উপজেলার নাগাইশ এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়। আজ কুমিল্লা থেকে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে মর্টার শেলটিকে নিষ্ক্রিয় করেছে।