Advertisement

চট্টগ্রামে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

যুগান্তর

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

চট্টগ্রামে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী আত্মহননের চেষ্টা করেছেন। নির্মম খুনের শিকার স্ত্রীর নাম রেশমা আক্তার। পুলিশ তার স্বামী ইব্রাহিমকে আটক করেছে। মঙ্গলবার রাতে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইছানগর এলাকায় নুর হোসেনের ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আত্মহত্যা চেষ্টাকারী তার স্বামী ইব্রাহীম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দম্পতির ৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রেশমার বাড়ি নোয়াখালী জেলায়। আর ইব্রাহিমের বাড়ি সিলেট জেলায়। দুই বছর আগে একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। তারা ঢাকা থাকতেন। ১৩ দিন আগে রেশমা তার স্বামী ও মেয়েকে নিয়ে ফুফুর বাড়িতে বেড়াতে আসেন। ভালোই কাটছিল তাদের সময়। মঙ্গলবার রাতে রেশমার ফুফু পেয়ারা বেগম চাকরি থেকে ফিরে দেখেন তাদের বাসার দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে উপরের টিনের চাল ভেঙে ভেতরে প্রবেশ করে তিনি দেখেন, রেশমার গলাকাটা নিথর দেহ পড়ে আছে। পাশে রক্তমাখা একটি বটি। আর ইব্রাহীম সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আর ইব্রাহিমকে চমেক হাসপাতালের জরুরি বিভাগের ভর্তি করা হয়েছে। পুলিশ পাহারা তার চিকিৎসা চলছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার ও স্বামী ইব্রাহীমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় ব্যবহৃত অস্ত্র বটি জব্দ করা হয়েছে। ইব্রাহীমকে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক তদন্ত চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

Lading . . .