Advertisement

চট্টগ্রাম থেকে ভিপি জিএসসহ ৭ শিক্ষার্থী জয়ী

যুগান্তর

প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে বিজয়ের মুকুট পরেছেন চট্টগ্রামের ছেলে সাদিক কায়েম। জিএস পদেও বিজয়ী হয়েছেন চট্টগ্রামের আরেক সন্তান এসএম ফরহাদ। এ দুই গুরুত্বপূর্ণ পদ ছাড়াও বৃহত্তর চট্টগ্রাম থেকে আরও পাঁচজন বিভিন্ন পদে বিজয়ী হয়েছেন। তাদের এই মর্যাদাপূর্ণ জয়ে চট্টগ্রামে আনন্দের বন্যা বইছে। সর্বত্রই এখন ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা।

সাদিক কায়েম ও এসএম ফরহাদ পড়াশোনা করেছেন ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসায়। তাদের সাবেক এই শিক্ষাপ্রতিষ্ঠানেও আনন্দের কমতি নেই। চট্টগ্রামের মানুষ বলছেন, এটি কেবল সাদিক কায়েমদের ব্যক্তিগত অর্জন নয়। বরং তারা যেন বার্তা দিলেন-রাজধানীনির্ভর রাজনীতির সমীকরণে সমান শক্তি নিয়ে উঠে আসতে পারে প্রান্তিক এলাকার আলো-হাওয়ায় বেড়ে ওঠা তরুণ-তরুণীরাও।

চট্টগ্রামের শিক্ষার্থীদের জয়জয়কার : ভিপি পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন আবু সাদিক কায়েম। জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী সময়ে আলোচিত মুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের এই শিক্ষার্থীর পৈতৃক নিবাস সাতকানিয়ার ছিটুয়ার পাড়া এলাকায়।

বাবার ব্যবসার সূত্রে স্থায়ী হয়েছেন খাগড়াছড়ি শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি খাগড়াছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সাদিক শিবিরের দায়িত্বের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ছাত্র সংগঠনের দায়িত্বও পালন করেছেন।

জিএস পদে বিজয়ী এসএম ফরহাদের বাড়ি সাতকানিয়ার পাশের উপজেলা লোহাগাড়ায়। তবে পরবর্তী সময়ে তার পরিবারও চলে যায় পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে। ফরহাদ ওই জেলার মাইনী গাথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসা থেকে দাখিল পাশের পর চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এছাড়া ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে জয়ী ফাতেমা তাসনীম জুমার বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। তিনি একাধিকবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছিলেন। কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে জয়ী উম্মে ছালমা সাতকানিয়ার কন্যা।

কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন পার্বত্য চট্টগ্রামের সর্বমিত্র চাকমা ও হেমা চাকমা এবং সাতকানিয়ার রায়হান উদ্দীন। রায়হান ও উম্মে ছালমা দম্পতি। স্বামী-স্ত্রীর যুগল বিজয় বেশ আলোচিত হয়েছে।

এদিকে পাহাড়ি নারী হিসাবে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো ডাকসু সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন হেমা চাকমা। তিনি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও মিনতি চাকমা দম্পতির মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থী। তার জয়ে খুশি খাগড়াছড়ির মানুষ।

এদিকে রাঙামাটির ছেলে সর্বমিত্র চাকমার বিজয়ে আনন্দ প্রকাশ করেছেন এ জেলার মানুষ। রাঙামাটি শহরের ট্রাইবেল আদামের মিহির চাকমা ও নবকলি চাকমা দম্পতির একমাত্র সন্তান সর্বমিত্র। তার প্রতিবেশী নোবেল চাকমা বলেন, ডাকসু নির্বাচনে পাহাড়ের ছেলে হিসাবে সর্বমিত্রর বিপুল জয়ে খুবই ভালো লাগছে। তার জন্য শুভ কামনা। পাহাড়ের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ তাদের সুযোগ-সুবিধা ও অধিকার আদায়ে সর্বমিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

Lading . . .