Advertisement

এখনো গণছুটিতে ফেনী পল্লী বিদ্যুতের ৫৬৯ কর্মকর্তা

যুগান্তর

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

ছবি: যুগান্তর
ছবি: যুগান্তর

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ছয় জোনাল অফিসে ৫৯০ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৫৬৯ জন গণছুটি নিয়ে গত ৩দিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারের দেওয়া আলটিমেটামে ৬ অফিসে ২১জন কর্মকর্তা কর্মস্থলে যোগ দিলেও বাকি ৫৬৯ জন এখনো ফেরেননি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত তিন দিন ধরে ফেনীর ৬টি উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সমস্যার সমাধান না হওয়ায় গ্রাহক দুর্ভোগ ভয়াবহ অবস্থায় পৌঁছেছে।

পল্লী বিদ্যুৎ অফিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আরইবি ও পিডিবিসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাকরি বিধিমালা ও সুযোগ-সুবিধার বৈষম্য নিয়ে চলমান জাতীয় পর্যায়ের আন্দোলনের অংশ হিসেবে গণছুটির ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় ৭ সেপ্টেম্বর ফেনী জেলা ও উপজেলার সব বিদ্যুৎ উপকেন্দ্র ও অভিযোগ কেন্দ্রে কর্মরত ৫৬৯ জন কর্মচারী গণছুটি নিয়ে চলে যান। তিন দিন অতিবাহিত হলেও তারা কর্মস্থলে যোগ না দেওয়ায় গ্রাহকদের অভিযোগের কোনো সমাধান করা যাচ্ছে না।

জেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুতহীন অবস্থায় প্রচণ্ড গরমে এলাকাবাসী মানবেতর জীবন যাপন করছেন। এসব এলাকার রোগীরা ভয়াবহ দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, সরকারকে দ্রুত বিষয়টি সমাধান করে জনদুর্ভোগ কমানোর অনুরোধ করছি।

জেলা জামায়াতে ইসলামীর আমির মুক্তি আবদুল হান্নান বলেন, জনদুর্ভোগ ভয়াবহ হয়ে ওঠার আগে মানুষের ভোগান্তির কথা বিবেচনায় রেখে গঠনমূলক সমাধানের পথে হাঁটা উচিত।

ফেনী অফিসের জিএম মোহাম্মদ নুরুল হোসাইন যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যারা সরকারের নির্দেশনা অমান্য করে এখনো অনুপস্থিত রয়েছেন, তাদের ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। বিদ্যুতের ছোটখাটো সমস্যাও সমাধান করতে মারাত্মক হিমশিম খাচ্ছি।

রোববার (৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় জানায়, পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত এবং গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। নাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

Lading . . .