যুগান্তর
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার পলাতক আসামি জসিম উদ্দিনকে ২৫ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা।
বুধবার (৬ আগস্ট) দুপুরে হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জসিম উদ্দিন (৪৫) রাঙ্গুনিয়ার ডেমিরছড়া এলাকার জেবর মুল্লুকের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন জানান, রাঙ্গুনিয়া থানার ২০০০ সালের হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি জসিম উদ্দিন রাঙ্গুনিয়ার বেতাগী এলাকায় অবস্থান করার খবর পাই।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের গুচ্চি এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।