Advertisement

সীতাকুণ্ডে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, আহত ৫

যুগান্তর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি ফিলিং স্টেশনে ট্রাকে গ্যাস দেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৫ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকাল ১০টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদম রসুল এলাকায় অবস্থিত বাবুল হক ও মহিউদ্দিনের যৌথ মালিকানাধীন মেসার্স চট্টলা সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে কদম রসুল এলাকায় অবস্থিত চট্টলা সিএনজি ফিলিং স্টেশনে একটি ট্রাকে গ্যাস দেওয়ার সময় হঠাৎ করে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ট্রাকের সামনে ও পেছনের অংশ উডে যাওয়ার পাশাপাশি পুরো ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে থাকা ট্রাকের চালক, চালকের সহকারী, ট্রাকের পেছনে থাকা মাইক্রোবাসের ৩ যাত্রীসহ ৫ জন আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকের সিলিন্ডারে গ্যাস ভর্তি করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ট্রাকের সামনে ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সেই সাথে গ্যাস রিফিল মেশিন ও ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের গ্লাস ভেঙে পড়ে। বিস্ফোরণে গ্যাস সিলিন্ডারটি বিধ্বস্ত হয়ে কিছু অংশ ঘটনাস্থল থেকে ১০০ ফুট দূরে মহাসড়কের পাশে ছিটকে পড়ে এবং সিলিন্ডারটির পেছনের অংশ লালবেগ এলাকার একটি বাড়ির পাশে গিয়ে পড়ে। তবে সিলিন্ডারটি ছিটকে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লেও তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মেসার্স চট্টলা সিএনজি ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা (ম্যানেজার) মো. জাহেদ বলেন, ট্রাকে লাগানো সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে গ্যাস রিফিল মেশিন ও ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের গ্লাস ভেঙে গেছে। তবে বিস্ফোরণের দেড় ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেন তারা। এরপর স্বাভাবিক নিয়মে চলছে ফিলিং স্টেশনের কার্যক্রম।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠান। তবে দুর্ঘটনাস্থলটি মহাসড়কের বাইরে হওয়ায় তারা থানা পুলিশকে খবর দিয়ে ফিরে এসেছেন।

Lading . . .