Advertisement

৩ দিন পর ঘরে ফিরল অপহৃত জুঁই

যুগান্তর

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

ফাইল ছবি
ফাইল ছবি

কক্সবাজারের রামুর ঈদগড়ে অপহরণের তিন দিন পর ১ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে জান্নাতুল ফেরদৌস জুঁইকে (৭) উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রামুর ঈদগড়ের পাহাড়ি এলাকায় অপহরণকারীদের দেওয়া ঠিকানা থেকে কয়েক কিলোমিটার দূরে তাকে পাওয়া যায়।

এর আগে গত বুধবার (১৩ আগস্ট) পৌনে বারটার দিকে ঈদগড়ের নয়াপাড়া গ্রাম থেকে কুমিল্লার কাঞ্চননগরের মো. জুয়েলের মেয়ে জুঁইকে অপহরণ করে দুর্বৃত্তরা। সে ঈদগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ায় তার ফুফির বাড়িতে বেড়াতে এসেছিল।

অপহরণের পর থেকেই শিশুটির পরিবারের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। একপর্যায়ে দরকষাকষির মাধ্যমে ১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করার পর শিশুটিকে ছেড়ে দেয় তারা।

শিশুর ফুফা কালু জানান, ‘আমার মোবাইলে কল দিয়ে প্রথমে ১০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। আমরা বিষয়টি থানায় জানিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত টাকা দিয়ে বাচ্চাটিকে ফেরত পেয়েছি,এটাই এখন বড় স্বস্তি।’

ঘটনার পর থেকে ঈদগড় ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। স্থানীয়রা জানান, পাহাড়, বন আর দুর্গম রাস্তায় ঘেরা ঈদগড় এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি ও অপহরণকারীদের দৌরাত্ম্য চলছে। স্থানীয়দের দাবি, শুধু অভিযান নয়, ঈদগড়ে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা, আধুনিক নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করতে হবে।

রামু থানা ওসি (তদন্ত) মো. ফরিদ জানান, অপহরণের সাথে জড়িতদের পরিচয় শনাক্ত করা গেছে। অপরাধীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Lading . . .