Advertisement

কক্সবাজারে এসে অসুস্থ ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরলেন ঢাকায়

প্রথম আলো

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীফাইল ছবি
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীফাইল ছবি

কক্সবাজারে এসে অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার পর মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব।

ইমরান হোসাইন সজীব জানান, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা গতকাল শুক্রবার বিকেলে বিমানযোগে সরকারি সফরে কক্সবাজারে আসেন। এরপর তিনি হোটেল ওশান প্যারাডাইসে ওঠেন। রোববার কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন অংশীজনকে নিয়ে দুই দিনব্যাপী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। কিন্তু এর আগেই শনিবার সন্ধ্যায় হোটেলে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।

চিকিৎসকের বরাত দিয়ে ইমরান হোসাইন সজীব জানান, মোস্তফা সরয়ার ফারুকী বুকে ব্যথা অনুভব করেন। তিনি উচ্চ রক্তচাপেও ভুগছেন। তাঁর অসুস্থতা তেমন জটিল না হলেও বিপদ এড়াতে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, রাত সোয়া ১০টার দিকে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টাকে নিতে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স কক্সবাজারে পৌঁছায়।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব জানান, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার অসুস্থতার খবরে রোববার অনুষ্ঠেয় কর্মশালা স্থগিত করা হয়েছে।

Lading . . .