Advertisement

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

যুগান্তর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লা সদর দক্ষিণে নিষিদ্ধ ছাত্র সংগঠন জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গ্রেফতারের পর বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার মো. রাজন মজুমদার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। পাশাপাশি বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই দিলীপের নেতৃত্বে পুলিশের একটি টিম চৌয়ারা বাজার থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের দক্ষিণ জেলার সাবেক সহ-সভাপতি রাজন মজুমদারকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

Lading . . .