বিজয়নগরে নির্বাচনি আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে অবরোধ
প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে তিনটি ইউনিয়ন কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিজয়নগর।
বুধবার (২০ আগস্ট) সকালে হাজারও মানুষ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। বেলা ১১টা থেকে বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ জড়ো হয়ে ১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
অখণ্ড বিজয়নগর রক্ষা সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির ডাকে এ কর্মসূচিতে অংশ নেন হাজারও মানুষ।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকেই তিতাস পূর্বাঞ্চলের ইউনিয়নগুলো অবহেলিত। এবার আবারও ষড়যন্ত্র করে বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার চেষ্টা চলছে। তারা অবিলম্বে আগের আসন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) ফিরিয়ে আনার দাবি জানান।
এলাকাবাসী জানান, বুধন্তী, চান্দুরা ও হরষপুর—এ তিন ইউনিয়ন ভৌগোলিকভাবে উপজেলা সদরের কাছে অবস্থিত। রাজনৈতিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এগুলোকে ব্রাহ্মণবাড়িয়া-২ এর সঙ্গে যুক্ত করা কোনোভাবেই যৌক্তিক নয় বলে দাবি আন্দোলনকারীদের।
অবরোধ কর্মসূচিতে সর্বদলীয় বাস্তবায়ন কমিটির নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী প্রতিনিধি এবং হাজারও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করেছে ৩০ জুলাই। এরপর গত ১০ আগস্ট পর্যন্ত এ বিষয়ে অভিযোগ, দাবি ও আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।
আরও পড়ুন