নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় মামলা
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান।
তিনি বলেন, এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শুক্রবার রাতে প্রবাসী বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে লক্ষ্মীপুর সদরের হাজীরপাড়া ইউনিয়নের ফয়েজ আহমদের ছেলে মাইক্রোবাস চালক এনায়েত হোসেনকে।
মামলায় উল্লেখ করা হয়, চালক এনায়েতের অসাবধানতা ও তাকে একাধিকবার সতর্ক করার পরও চোখে ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালান তিনি। আর তার ঘুমের ভাবের কারণে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে বাদীর পরিবারের সাতজনের প্রাণহানি হয়েছে।
প্রসঙ্গত, ওমান থেকে বিমান বন্দরে নেমে মাইক্রোবাস যোগে বাড়ি ফেরার পথে গত বুধবার ভোরে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চন্দ্রগঞ্জের জগদিশপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম চওপল্লী এলাকার ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), তার স্ত্রী কবিতা (২৪), মেয়ে মিম আক্তার (২), ভাবী লাবনী আক্তার (৩০), নানী ফয়জুন্নেসা (৮০), ভাতিজী রেশমী আক্তার (৮) ও লামিয়া (৯) নিহত হন।
আরও পড়ুন