Advertisement

বিয়ে বাড়ির আনন্দ রূপ নিল বিষাদে

কালবেলা

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে বাড়ির জিলিক বাতির বিদ্যুৎস্পর্শে ইকরা (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে কুঞ্জশ্রীপুর নিহত চাচাতো বোনের বিয়েবাড়িতে ঘটনাটি ঘটে।

নিহত শিশু ইকরা উপজেলা আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের মাহাবুবল হকের মেয়ে।

স্থানীয় বাসিন্দা জানান, শুক্রবার বিয়ের অনুষ্ঠান চলছিল মিরজানার। বিয়ের আয়োজনকে সুন্দর করতে বাড়িতে লাল নীল জিলিক বাতির আলো জলমল করছিল। এ সময় জেঠাতো বোন শিশু ইকরা জিলিক বাতি ধরে অন্য শিশুদের নিয়ে খেলছিল। হঠাৎ বিদ্যুৎস্পর্শ হয়ে মাটিতে লুটিয়ে পরেন শিশু ইকরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসকরা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই তারেক হোসেন বলেন, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করবেন।

Lading . . .