প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের (বিএনসিপি) চট্টগ্রাম মহানগরের ২৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কমিটিতে মুহাম্মদ জাহেদ মঞ্জুকে চট্টগ্রাম মহানগরের সভাপতি ও শাহেদ আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মুহাম্মদ কামরুল আজম ও সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি মিজানুর রহমান বিপুল, খোরশেদ আলম, ইকবাল আহমদ, সৈয়দ আল সালেকিন সেরতাজ, শরমিন মুনমুন সুমি, মুহাম্মদ আরাফাত, জাবেদ ওমর, মুহাম্মদ সাব্বির, মুহাম্মদ বায়েজিদ, মুহাম্মদ সেকান্দর, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জাহানারা বেগম, যুগ্ম সম্পাদক মুহাম্মদ সালাহউদ্দিন, মেহেদী হাসান, ইরফান রশীদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাফায়েত মোরশেদ, মুহাম্মদ হায়দার, দিদারুল আলম, প্রচার সম্পাদক মাহতাব উদ্-দৌলা মেহেদী, সহ-প্রচার সম্পাদক জাসেদ আলম, মো. ইরফান, দপ্তর সম্পাদক মো. জাহেদুল ইসলাম জাহেদ, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার নিহা, সিনিয়র সদস্য মো. সাজ্জাদ খাঁন।
চট্টগ্রাম মহানগরের নবগঠিত কমিটির নেতারা বলেন, তথ্যপ্রযুক্তির শক্তি, জাতীয়তাবাদের অঙ্গীকার। আজকের বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর। আর এ ক্ষেত্রেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুরু থেকেই যুগোপযোগী, সৃজনশীল এবং সত্য প্রচারে অগ্রণী ভূমিকা রাখছে। জাতীয়তাবাদী সাইবার দল (বিএনসিপি) তারেক রহমানের নেতৃত্বে তথ্যের যুদ্ধে সত্য, যুক্তি ও আদর্শ দিয়ে লড়ে যাচ্ছে।