যুগান্তর
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫
-68b70d40622de.jpg)
অবশেষে চট্টগ্রামের সন্দ্বীপ থানার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আশরাফকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। দশ বছর আত্মগোপনে থেকেও তার শেষ রক্ষা হলো না।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার সাইফুর রহমান এ বিষয়ে নিশ্চিত করেছেন।
গ্রেফতার আশরাফ (৩৫) সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের আব্দুল মোতালেব প্রকাশ মানিকের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন জানান, সন্দ্বীপ থানার হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি আশরাফ। ১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় শুকলাল হাট এলাকায় অভিযান চালিয়ে আশরাফকে গ্রেফতার করা হয়। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।