Advertisement

‎সমুদ্র উপকূলে রহস্যজনক লাশ, পরনে পোলো শার্ট-প্যান্ট

কালবেলা

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে এক অজ্ঞাত যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে কুমিরা নৌ-পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের কদমরসূল এলাকার সমুদ্র উপকূলের এ জি শিপইয়ার্ডের পশ্চিম পাশ থেকে এই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌ-পুলিশের প্রাথমিক ধারণা করছে, কমপক্ষে ১০ দিন আগে অজ্ঞাত কারণে লোকটি মারা যান। ‎ ‎নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ভাটিয়ারী ইউনিয়নের কদমরসূল এলাকায় সমুদ্র উপকূলে স্থানীয়রা একটি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে নৌ-পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল পোলো শার্ট ও প্যান্ট।

কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মোহাম্মদ ওয়ালি উদ্দিন আকবর বলেন, উদ্ধার হওয়া লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, কমপক্ষে ১০ দিন আগে অজ্ঞাত কারণে যুবকটি মারা গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Lading . . .