চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ ১০
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া সীমানায় অবৈধভাবে গ্যাস ক্রস ফিলিং করতে গিয়ে গুদামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন অন্তত ১০ জন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়ন ও সাতকানিয়া উপজেলার চরতি সীমান্তে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-গুদাম মালিক মাহবুবুর রহমান, দোকানের শ্রমিক সৌরভ রহমান, কফিল উদ্দিন, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আকিব, মো. হারুন রশিদ, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ লিটন ও ছালেহ আহমদ। দগ্ধ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অবৈধ ক্রস ফিলিং গুদামের মালিক বৈলতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কবির আহমদের ছেলে মাহবুবর রহমান।
স্থানীয়রা জানান, মাহবুব দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। পর্যায়ক্রমে ইউনুস মার্কেট, বুড়ি দোকান ও এবার সীমান্তে গিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন। চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনেন, আহতদের প্রথমে দোহাজারী হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মুরাদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি দাউ দাউ আগুন জ্বলছে, পরে দেখি কিছু প্লাস্টিকের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর কামরুল হাসান বলেন, একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। টিম পৌছার পূর্বে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। বিস্তারিত তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।