প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় অটো রিকশা (সিএনজি) কিনে না দেয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। ওই যুবকের নাম রিয়াজ উদ্দীন (২০)।
শনিবার ভোরে উপজেলার চুনতি ইউনিয়নের মৌলানা পাড়ায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আত্মহত্যার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রিয়াজ উদ্দীন উপজেলার চুনতি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলানা পাড়ার বাসিন্দা সৌদি প্রবাসী সাহাব উদ্দীনের এক মাত্র পুত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত যুবক পেশায় সিএনজি অটোরিকশা চালক। কিছুদিন আগে তার অটোরিকশাটি বিক্রি করে দেয়। বেকার হয়ে যাওয়ায় সে বারবার তার মাকে একটি সিএনজি কিনে দিতে বলে। না হয় গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে মরে যাবেও বলে হুমকি দেয়।
নিহত রিয়াজের বাবা বিদেশ থেকে এলে কিনে দেওয়ার আশ্বাস দেয় মা। রিয়াজ ধৈর্য্য হারিয়ে গভীর রাতে ঘরের টিনের চালের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগায়। ভোরে নিহতের মা-বোন তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
মা-বোনের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে। ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করে তারা। খবর পেয়ে চুনতি ফাঁড়ির এস আই জিয়াউল হুদা সঙ্গীয় ফোর্সসহ লাশটি উদ্ধার করে লোহাগাড়া থানা হেফাজতে নিয়ে আসেন।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনার পর ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালেন মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটি আত্মহত্যা করেছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন