ইঞ্জিন থেকে পর্যটক এক্সপ্রেসের ১৮ বগি বিচ্ছিন্ন, দুই ঘণ্টা পর উদ্ধার
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে ১৮টি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ১০টার দিকে পটিয়া স্টেশনের তিন কিলোমিটার আগে গিরিশ চৌধুরী বাজার এলাকায় ইঞ্জিনের বাফার ভেঙে গেলে এ ঘটনা ঘটে।
পরে চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন পাঠিয়ে রাত ১২টায় বগিসহ যাত্রীদের উদ্ধার করে আনা হয়। ট্রেনটিতে প্রায় ৯০০ যাত্রী ছিলেন।
পটিয়া রেলস্টেশনের স্টেশনমাস্টার রাশেদুল আলম বলেন, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস পটিয়ায় প্রবেশের সময় ইঞ্জিনের বাফার ভেঙে যায়। উদ্ধারের জন্য ইঞ্জিন চট্টগ্রামে পাঠানো হয়েছিল। পরে রিলিফ ট্রেন এসে বগিগুলো চট্টগ্রামে নিয়ে গিয়েছিল।
জানা গেছে, সোমবার রাত পৌনে ১০টার দিকে বিকট শব্দ শুনতে পান পটিয়ার গিরিশ চৌধুরী বাজার এলাকার বাসিন্দারা। এ সময় অনেকে ট্রেন লাইনের দিকে ছুটে আসেন। সেখানে গিয়ে দেখতে পান ইঞ্জিনবিহীন বগিগুলো পড়ে আছে। পরে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমান যুগান্তরকে বলেন, খবর পেয়ে পাহাড়তলী থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রাত ১২টার দিকে বগিসহ যাত্রীদের চট্টগ্রামে আনা হয়। পরে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটক এক্সপ্রেস। এতে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা যাত্রা বিলম্ব হয়েছে।