Advertisement

ফেনীতে বারবার বাঁধ ভেঙে বন্যা: পাউবোতে দুদকের অভিযান

যুগান্তর

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

ছবি-দুর্নীতি দমন কমিশন (দুদক) অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে পাউবোতে অভিযান পরিচালনা করে।
ছবি-দুর্নীতি দমন কমিশন (দুদক) অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে পাউবোতে অভিযান পরিচালনা করে।

অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ফেনী পানি উন্নয়ন বোর্ড-পাউবোতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকাল থেকে নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করছেন।

এতে নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জাহিদ হোসেনসহ অন্য কর্মকর্তারা পাউবোর বিভিন্ন প্রকল্প ও লেনদেনসহ নথিপত্র সংগ্রহের কাজ করছেন।

জানা গেছে, ফেনীর পরশুরাম ফুলগাজী উপজেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রতি বছরের ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন ফেনী জনপদের লাখো মানুষ।

২০২৪ সালে স্মরণকালের ভয়াবহ বন্যার বছর পার না হতেই এবারও দুই দফায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। ২৪-এর ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন ২৯ জন।

এছাড়া বন্যায় সড়ক যোগাযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান, মোটরযান, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় প্রত্যেক খাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় শত কোটি টাকা। এবারের বন্যায়ও বিভিন্ন খাতে ক্ষতি হয়েছে ২৩৮ কোটি ৪০ লাখ টাকা। বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজ এবং অনিয়ম-দুর্নীতির কারণে এমন দুর্ভোগের শিকার হতে হয় বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

২৩ জুলাই বিভিন্ন দাবিতে ফেনী পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা করেন ফেনীর নাগরিক সমাজ।

দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান যুগান্তরকে বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট নথিপত্র দিতে বলা হয়েছে। তারপর আমরা পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন ভাঙন এলাকা পরিদর্শক করব। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

আরও পড়ুন

Lading . . .