চট্টগ্রামে পানির তোড়ে কালভার্ট ভেঙে দুই ভাগ
যুগান্তর
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

চট্টগ্রামে বুধবার রাত থেকে টানা বর্ষণে পানির তোড়ে ৪৫ বছর আগে নির্মিত একটি কালভার্ট ভেঙে পড়েছে।
বৃহস্পতিবার ভোরে নগরীর স্টারশিপ এলাকার বায়েজিদ বোস্তামি সড়কে শীতলঝর্ণা খালের ওপর নির্মিত এ কালভার্টটি ভেঙে পড়ে।
নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেন মোড় এলাকায় যাতায়াতে এই কালভার্টটি ব্যবহার হতো।
এতে চার লেন সড়কের একপাশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা। ওই এলাকায় পোশাক কারখানাসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, তারা দ্রুত কালভার্টটি মেরামতের কাজ শুরু করবেন।
এদিকে চট্টগ্রামে গত কয়েকদিন ভারি বৃষ্টিপাতের কারণে চকবাজার ও আগ্রাবাদসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।